জনাব সাইয়্যেদ বাসিল খাজরাউল হুসাইনীর রচিত “হাওয়ারাতু ফি মুলফাত শায়িকা“

জনাব সাইয়্যেদ বাসিল খাজরাউল হুসাইনীর রচিত “হাওয়ারাতু ফি মুলফাত শায়িকা“
জনাব সাইয়্যেদ বাসিল খাজরাউল হুসাইনীর রচিত “হাওয়ারাতু ফি মুলফাত শায়িকা“

এই বইয়ের লেখকের জীবনী সংক্ষিপ্তভাবে তুলে ধরা হল:

হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিমিন সাইয়্যেদ বাসিল আল-হাসানী 1348 হিজরিতে সিরিয়ার আলেপ্পো শহরে জন্মগ্রহণ করেন। তিনি মূলত মরক্কোর বাসিন্দা। তিনি সুন্নি ও হানাফী পরিবারে বড় হয়েছেন। তার দেশে, বাসেল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে সফল হন। তিনি 1365 হিজরিতে হজরত জয়নব (সা. আ.)-এর মাজারে শিয়া মাযহাব গ্রহণের কথা প্রকাশ করেন। তিনি একজন মুস্তাবসের এবং প্রসিদ্ধ লেখক এবং অনেক জ্ঞানগত গ্রন্থ প্রকাশনা করেছেন।

এই বইয়ের বিষয়বস্তু:

তার শিয়া মাযহাব ঘোষণা করার পর, সাইয়্যেদ বাসিল তার অনেক সুন্নি এবং সালাফী বন্ধু এবং আত্মীয়দের সাথে এবং এমনকি এই সম্প্রদায়ের বড় বড় আলেমদের সাথে কুসংস্কার এবং বিতর্ক থেকে দূরে সরে গিয়ে তাদের শিয়া মতবাদে ধর্মান্তরিত করার আমন্ত্রণ জানান। তিনি এসব ধর্মীয় ও ঐতিহাসিক বিতর্ক ও কথোপকথন লিখিত আকারে সংগ্রহ করে আরবি ভাষায় জনসাধারণের ব্যবহারের জন্য একটি মূল্যবান গ্রন্থে পরিণত করেন।

মুস্তাবাসরিন ইনস্টিটিউট এই বইটি ফারসিতেও অনুবাদ করার পরিকল্পনা করছে।