ইমাম রেযার (আ) মাজযায়ে শরীফ ( পবিত্র কবর ) যিয়ারতের ফযীলত
عن الرضا ( ع ) عن علي بن أبي طالب ( ع) قال : لَا دِینَ لِمَنْ دَانَ بِطَاعَةَ الْمَخْلُوْقِ فِيْ مَعْصٍیَةِ الْخَالِقِ . ইমাম রেযা ( আ ) হযরত ইমাম আলী ( আ ) থেকে বর্ণনা করেছেন: তিনি ( হযরত আলী – আ -) বলেন : ঐ ব্যক্তির ধর্ম নেই যে স্রষ্টার ( খালেক্ব […]
মসজিদে সুগন্ধি ব্যবহারের ঐতিহ্য
নবী যুগ থেকেই মসজিদে সুগন্ধি ব্যবহারের ঐতিহ্য আছে। উবাদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা (উবাদা ও তাঁর পিতা) জাবির ইবন আবদুল্লাহ (রা.)-এর কাছে এলাম। তখন তিনি তাঁর মসজিদে ছিলেন এবং মাত্র একটি কাপড় গায়ে দিয়ে সলাত আদায় করছিলেন। এটা দেখে আমি লোকদের ওপর দিয়ে একেবারে সামনে তাঁর ও কিবলার মাঝখানে গিয়ে বসলাম।