ঈদের গাদীরে অন্যকে খাদ্য প্রদানের ফজিলত

 

ঈদের গাদীরে অন্যকে খাদ্য প্রদানের ফজিলত
ঈদের গাদীরে অন্যকে খাদ্য প্রদানের ফজিলত

ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন :

“ঈদে গাদীরের দিনে একজন মুমিনকে খাবার দেয়ার সওয়াব হলো আল্লাহর হারামে (কাবা শরীফে) ১০ লাখ নবী ও সিদ্দীককে, ১০ লাখ শহীদকে, ১০ লাখ সালেহ লোকদেরকে খাবার খাওয়ানোর সওয়াবের সমান!”

ইমাম সাদিক (আ.) আমাকে-আপনাকে -আমাদেরকে উৎসাহ দিচ্ছেন ঈদে গাদীরে মুমিনকে খাবার খাওয়াতে।

যদি আপনি উৎসাহ পান, তাইলে অনুরোধ থাকলো এই ভালো কাজটি করুন!

আপনি ঘরে বসে কিংবা মাহফিলে গিয়ে কিংবা পথে ঘাটে একজন মুমিনকে ঈদে গাদীরে খাবার খাওয়াবেন – বাহ্যিকভাবে এটা একটা সিম্পল বিষয়। কিন্তু গায়েবী জগতে এটার অর্থই আলাদা! ইমাম সাদিক (আ.) দেখতে পাবেন যে, কাবা শরীফে আপনি মেজবান! আর লক্ষ লক্ষ নবী, সিদ্দীক, শহীদ, সালেহ বান্দারা আপনার মেহমান! সবাইকে আপনি মেহমানদারি করছেন!!! কে সেই “আপনি”?!! এইবার আসমানবাসীর নজরে পড়ে যাবেন আপনি!!

আসমানে আপনার এই বিরাট মেহমানদারির কথা এভাবেই ছড়িয়ে যাবে!

সুবহানাল্লাহ!
আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারজাহুম!