হজযাত্রীরে স্থানন্তরের জন্য এয়ার ট্যাক্সি ব্যবহারের পরিকল্পনার

হজযাত্রীরে স্থানন্তরের জন্য এয়ার ট্যাক্সি ব্যবহারের পরিকল্পনার
হজযাত্রীরে স্থানন্তরের জন্য এয়ার ট্যাক্সি ব্যবহারের পরিকল্পনার

সৌদি আরবে হজযাত্রীদের সেবা দিতে চালু হচ্ছে অত্যাধুনিক পরিবহন এয়ার ট্যাক্সি। পবিত্র হজ সামনে রেখে বুধবার (১২ জুন) প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালকবিহীন এয়ার ট্যাক্সি চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন মতে, বুধবার ইএইচ২১৬-এস ইভিটিওল নামের বৈদ্যুতিক এয়ার ট্যাক্সিটি পরীক্ষামূলক উড্ডয়ন করে। এতে চড়ে বসেন সৌদির পরিবহন ও সরবরাহ বিয়ষক মন্ত্রী সালেহ আল-জাসের ও বেসামরিক বিমান চলাচল বিভাগের প্রেসিডেন্ট আব্দুল আজিজ আল-দুয়াইলেজ।

এয়ার ট্যাক্সির ভেতর থেকে আল-জাসের বলেন, ‘হজের মৌসুমে এয়ার ট্যাক্সি পরিষেবা দিতে পারবে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষাটি করা হলো। পাইলটবিহীন ও স্থল থেকে নিয়ন্ত্রিত ট্যাক্সিটি একসাথে দুইজনকে বহন করতে পারে এবং সমস্ত নিরাপত্তা মানদণ্ড মেনে ৪০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে।

মন্ত্রী সালেহ বিন নাসের আল-জাসের বলেন, আগামী দিনের যোগাযোগের যানবাহন উদ্বোধন করা হলো। বিশ্বে এই প্রথম এ ধরনের উড়ন্ত ট্যাক্সির লাইসেন্স দিয়েছে সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এটি পরিবেশ বান্ধব এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হয়েছে।

নতুন এই যানবাহন উদ্বোধনের ফলে যাত্রী পরিবহনে সময় কমবে। এছাড়া জরুরি প্রয়োজনে মেডিকেল সুবিধা এবং পণ্য সরবরাহ করা যাবে। এ বছর হজ যাত্রীদের সেবায় প্রযুক্তি সম্বলিত যে ৩২টি সুবিধা যুক্ত করার কথা বলা হয়েছে, এই এয়ার ট্যাক্সি তার অন্যতম।

এদিকে বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলিম আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন পবিত্র মক্কায়। তীব্র গরম উপেক্ষা করেই এ বছরের হজের প্রস্তুতি নিচ্ছেন তারা।

স্থানীয় সময় শুক্রবার (১৪ জুন) মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। আর মঙ্গলবার (১৮ জুন) জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের হজের কার্যক্রম।