অন্যান্য গ্রন্থে নবীদের বিরুদ্ধে অনুপযুক্ত কথা
অনেক নবী অন্যায় অপবাদের লক্ষ্যবস্তু ছিলেন এবং তাদের সম্পর্কে অনেক মিথ্যা বলা হয়েছে।পবিত্র কুরআন ইহুদীদের চুক্তি ভঙ্গকারী এবং সীমালঙ্ঘনকারী দলকে তাদের মধ্যপন্থী দল থেকে পৃথক করেছে: «مِنْهُمْ أُمَّةٌ مُقْتَصِدَةٌ وَكَثِيرٌ مِنْهُمْ سَاءَ مَا يَعْمَلُونَ» তাদের মধ্যে একদল তো মধ্যমপন্থী, কিন্তু তাদের অনেকেই যা করে তা অতি নিকৃষ্ট।
‘ইমাম হোসেইন (আ)’র আরবাইনের মহিমা ইসলামোফোবিয়াকে পরাজিত করতে পারে’
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা)’র প্রাণপ্রিয় দৌহিত্র এবং পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হোসেইন (আ.) কে বিশ্বের ন্যায়বিচার অনুসন্ধানকারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেছেন মার্কিন দার্শনিক চার্লস তালিয়াফেরো। আমেরিকার সেন্ট ওলাফ কলেজের দর্শনের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং রয়্যাল ইনস্টিটিউট অফ ফিলোসফির সদস্য অধ্যাপক চার্লস তালিয়াফেরো নিপীড়ক ও অত্যাচারীদের মোকাবেলায় ইমাম হুসাইন (আ.)-এর অভ্যুত্থানের কথা উল্লেখ করে […]