এই বইয়ের বিষয়বস্তু: এই বইটিতে লেখক ইসলামের ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের শত্রুদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং কুসংস্কার থেকে দূরে তাদের একে অপরের সাথে তুলনা করেছেন। তিনি আজকের তাকফিরি ও সালাফীদেরকে আমির আল-মুমিনীন (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর শাসনামলে খাওয়ারিজ ও মারকিনের মত একই পথে বলে মনে করতেন এবং বৈজ্ঞানিকভাবে এই দাবিকে প্রমাণ করেন।
মুস্তাবাসরিন ইনস্টিটিউট এই বইটি ফারসিতেও অনুবাদ করার পরিকল্পনা করছে।
সেপ্টে. 22 2024
জনাব সাইয়্যেদ বাসিল খাজরাউল হুসাইনীর রচিত “আল-খাওয়ারেজু বাইনাল আমসি ওয়াল ইউম“ গ্রন্থ
এই বইয়ের বিষয়বস্তু: এই বইটিতে লেখক ইসলামের ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের শত্রুদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং কুসংস্কার থেকে দূরে তাদের একে অপরের সাথে তুলনা করেছেন। তিনি আজকের তাকফিরি ও সালাফীদেরকে আমির আল-মুমিনীন (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর শাসনামলে খাওয়ারিজ ও মারকিনের মত একই পথে বলে মনে করতেন এবং বৈজ্ঞানিকভাবে এই দাবিকে প্রমাণ করেন।
মুস্তাবাসরিন ইনস্টিটিউট এই বইটি ফারসিতেও অনুবাদ করার পরিকল্পনা করছে।
By bn • আকাইদ গ্রন্থাগার 0