যে ব্যক্তি তার সন্তানকে চুম্বন করবে, মহিমান্বিত আল্লাহ তার জন্য একটি কল্যাণ লিখবেন। আর যে তার সন্তানকে খুশি করবে, আল্লাহ তাকেও কিয়ামতের দিন খুশি করবেন। আর যে ব্যক্তি তার সন্তানকে কুরআন শিক্ষা দেবে, সেই শিশুকে [কিয়ামতের দিন] তার পিতা-মাতার সাথে ডাকা হবে এবং তাদের উভয়ের গায়ে এমন দুটি কাপড় পরানো হবে, যার আলো জান্নাতবাসীদের মুখমন্ডলকে আলোকিত করবে।
সেপ্টে. 28 2024
শিশুদের প্রতি ভালোবাসা ও আদরের প্রতিফল
প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলেহিস সাল্লাম) বলেনঃ
مَنْ قَبَّلَ وَلَدَهُ كَتَبَ اللّه ُ عَزَّوَجَلَّ لَهُ حَسَنَةً وَمَنْ فَرَّحَهُ فَرَّحَهُ اللّه ُ يَوْمَ الْقِيامَةِ وَمَنْ عَلَّمَهُ القُرْءانَ دُعِىَ بِالْأَبَوَيْنِ فَيُكْسَيانِ حُلَّتَيْنِ يَضىءُ مِنْ نُورِهِما وُجُوهُ أَهْلِ الْجَنَّةِ.
যে ব্যক্তি তার সন্তানকে চুম্বন করবে, মহিমান্বিত আল্লাহ তার জন্য একটি কল্যাণ লিখবেন। আর যে তার সন্তানকে খুশি করবে, আল্লাহ তাকেও কিয়ামতের দিন খুশি করবেন। আর যে ব্যক্তি তার সন্তানকে কুরআন শিক্ষা দেবে, সেই শিশুকে [কিয়ামতের দিন] তার পিতা-মাতার সাথে ডাকা হবে এবং তাদের উভয়ের গায়ে এমন দুটি কাপড় পরানো হবে, যার আলো জান্নাতবাসীদের মুখমন্ডলকে আলোকিত করবে।
উসুল আল-ক্বাফী গ্রন্থ, ৬ষ্ঠ খন্ড, ৬৯ নম্বর পৃষ্ঠা।
By bn • মুস্তাবসেরগণের প্রবন্ধ এবং মতামত 0