জনাব আব্দুল বাক্বী আল-জাজায়েরীর রচিত “হুব্বু আলী (আ.) বাইনাল মিওয়াল ওয়াল আহওয়া“ গ্রন্থ

জনাব আব্দুল বাক্বী আল-জাজায়েরীর রচিত “হুব্বু আলী (আ.) বাইনাল মিওয়াল ওয়াল আহওয়া“ গ্রন্থ
জনাব আব্দুল বাক্বী আল-জাজায়েরীর রচিত “হুব্বু আলী (আ.) বাইনাল মিওয়াল ওয়াল আহওয়া“ গ্রন্থ

এই বইয়ের বিষয়বস্তু:

মহামান্য জনাব আব্দুল বাক্বী আল-জাজায়েরী আজ অবধি শিয়া বিশ্বাসের উপর আলোকপাত করে ইসলামী বিশ্বের বুদ্ধিজীবীদের মধ্যে অনেক বৈজ্ঞানিক বক্তৃতা পেশ করেছেন; ; তার বক্তৃতা সিরিজের মধ্যে, সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে: “ইসলামের পবিত্র নবী (সা.) এবং তাঁর ভালবাসার পরে আমিরুল মুমিনীন আলী (আ.)-এর অবিলম্বে বেলায়েত ও অভিভাবকত্বের প্রমাণ। মুস্তাবাসরিন ইনস্টিটিউট এই বক্তৃতাগুলিকে যতটা সম্ভব ব্যবহার ও প্রকাশ করার জন্য বাগ্মী প্রকাশের সাথে এই লেকচারগুলি সম্পাদনা ও প্রকাশ করেছে।

এই বইটি উল্লিখিত বিষয়ে চারটি লেকচার থেকে নেওয়া হয়েছে।

মুস্তাবাসরিন ইনস্টিটিউট এই বইটি ফারসি ভাষায় অনুবাদ করার পরিকল্পনা করছে।