ইমাম হুসাইন (আ.)এর প্রতি ভালোবাসার গুরুত্ব

ইমাম হুসাইন (আ.)এর প্রতি ভালোবাসার গুরুত্ব
ইমাম হুসাইন (আ.)এর প্রতি ভালোবাসার গুরুত্ব

আল্লাহ যার জন্য কল্যাণ চান তার অন্তরে হুসাইন আলাইহিস সালামের ভালোবাসা এবং তার যিয়ারতের ভালবাসা ঢেলে দেন।

عنْ أَبِی عَبْدِ اللَّهِ علیه السلام قَالَ مَنْ أَرَادَ اللَّهُ بِهِ الْخَیْرَ قَذَفَ فِی قَلْبِهِ حُبَّ الْحُسَیْنِ علیه السلام وَ حُبَّ زِیَارَتِهِ وَ مَنْ أَرَادَ اللَّهُ بِهِ السُّوءَ قَذَفَ فِی قَلْبِهِ بُغْضَ الْحُسَیْنِ علیه السلام وَ بُغْضَ زِیَارَتِهِ

আবি আবদিল্লাহ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন:

“আল্লাহ যার জন্য কল্যাণ চান তার অন্তরে হুসাইন আলাইহিস সালামের ভালোবাসা এবং তার যিয়ারতের ভালবাসা ঢেলে দেন। আর যার জন্য অকল্যাণ চান তার অন্তরে হুসাইন আলাইহিস সালামের ঘৃণা এবং তার যিয়ারতের প্রতি ঘৃণা ঢেলে দেন।”

(ওয়াসায়েলুশ শিয়া, ১৪তম খণ্ড, ৪৯৬ নং পৃষ্ঠা)

_আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম।_

লেখক: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আম্মার সাবিল