ইমামগণের সাথে ভক্তদের বিশেষ ওয়াদা

ইমামগণের সাথে ভক্তদের বিশেষ ওয়াদা
ইমামগণের সাথে ভক্তদের বিশেষ ওয়াদা

ইমাম রেযা (আ.) বলেছেন: সব ইমামের সাথে তার অনুসারীদের এবং ভক্তদের ওয়াদা করা আছে। এই ওয়াদা পালন করা ও পরিপূর্ণরূপে তা আদায় করা হলো ইমামদের কবর যিয়ারত করা।

َبُو عَلِيٍّ اَلْأَشْعَرِيُّ عَنْ عَبْدِ اَللَّهِ بْنِ مُوسَى عَنِ اَلْحَسَنِ بْنِ عَلِيٍّ اَلْوَشَّاءِ قَالَ سَمِعْتُ اَلرِّضَا عَلَيْهِ اَلسَّلاَمُ يَقُولُ: إِنَّ لِكُلِّ إِمَامٍ عَهْداً فِي عُنُقِ أَوْلِيَائِهِ وَ شِيعَتِهِ وَ إِنَّ مِنْ تَمَامِ اَلْوَفَاءِ بِالْعَهْدِ وَ حُسْنِ اَلْأَدَاءِ زِيَارَةَ قُبُورِهِمْ فَمَنْ زَارَهُمْ رَغْبَةً فِي زِيَارَتِهِمْ وَ تَصْدِيقاً بِمَا رَغِبُوا فِيهِ كَانَ أَئِمَّتُهُمْ شُفَعَاءَهُمْ يَوْمَ اَلْقِيَامَةِ .

ইমাম রেযা (আ.) বলেছেন: “সব ইমামের সাথে তার অনুসারীদের এবং ভক্তদের ওয়াদা করা আছে। এই ওয়াদা পালন করা ও পরিপূর্ণরূপে তা আদায় করা হলো ইমামদের কবর যিয়ারত করা। অতএব কেউ যদি যিয়ারতের আকাঙ্ক্ষা নিয়ে তাদের যিয়ারত করে এবং ইমামরা যা পছন্দ করেন তার সত্যায়ন ও বাস্তবায়ন করে তাহলে কেয়ামতের দিন ইমাম (আ.)-রা তাদের শাফায়াতকারী হবেন।”
(উসুলে কাফী, খন্ড : ৪, পৃষ্ঠা : ৫৬৭)

_ইমামের সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি…
_আমাদের পক্ষের কাজ হলো যিয়ারত…
_ওনার পক্ষের কাজ হলো শাফায়াত…
_আল্লাহ আমাদের সবাইকে তওফীক দিন…

লেখক: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আম্মার সাবিল