যাকে এই তিনটি জিনিস দেওয়া হয়েছে, সে আরো তিনটি (মহা মূল্যবান) সম্পদ থেকে উপকৃত হয়েছে:
1️⃣ যাকে দোয়া করার তৌফিক দান করা হয়েছে, ➡️ তার প্রার্থনা কবুল করা হয়েছে।
2️⃣ আর যাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দান করা হয়েছে, ➡️ তাকে প্রাচুর্য বা তার নেয়ামত বৃদ্ধি করে দেওয়া হয়েছে ।
3️⃣ আর যাকে তাওয়াক্কুল করার তৌফিক দান করা হয়েছে➡️ তাকে ভরসা বা নিশ্চিত নিরাপত্তা দান করা হয়েছে।
অতঃপর ইমাম আরো বলেনঃ তোমরা কি পবিত্র কোরআনে পাঠ করোনি
জুন 4 2024
মানব জীবনের তিনটি মহা মুল্যবান সম্পদ
ইমাম জাফর আস সাদিক (আঃ) বলেনঃ
যাকে এই তিনটি জিনিস দেওয়া হয়েছে, সে আরো তিনটি (মহা মূল্যবান) সম্পদ থেকে উপকৃত হয়েছে:
1️⃣ যাকে দোয়া করার তৌফিক দান করা হয়েছে, ➡️ তার প্রার্থনা কবুল করা হয়েছে।
2️⃣ আর যাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক দান করা হয়েছে, ➡️ তাকে প্রাচুর্য বা তার নেয়ামত বৃদ্ধি করে দেওয়া হয়েছে ।
3️⃣ আর যাকে তাওয়াক্কুল করার তৌফিক দান করা হয়েছে➡️ তাকে ভরসা বা নিশ্চিত নিরাপত্তা দান করা হয়েছে।
অতঃপর ইমাম আরো বলেনঃ তোমরা কি পবিত্র কোরআনে পাঠ করোনি
وَ مَنْ يَتَوَكَّلْ عَلَى اَللّٰهِ فَهُوَ حَسْبُهُ
যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। (আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই।)
সুরা তালাক ৩ নম্বর আয়াত ।
অতঃপর বলেনঃ
لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব,
সুরা ইবরাহিম ৭ নম্বর আয়াত।
অতঃপর বলেনঃ
اُدْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
(আর তোমাদের রব বলেছেন,) ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের জন্য সাড়া দেব।
সুরা গাফির ৬০ নম্বর আয়াত।
উসুল আল-ক্বাফী ২য় খন্ড, ৬৫ নম্বর পৃষ্ঠা।
By bn • একেশ্বরবাদীদের মধ্যে ঐক্য 0