ইমাম আলী(আ.) কে ইমাম জাফর সাদেক (আ.) বেশি ভালোবাসেন নাকি আপনি বেশি ভালোবাসেন?

ইমাম আলী(আ.) কে ইমাম জাফর সাদেক (আ.) বেশি ভালোবাসেন নাকি আপনি বেশি ভালোবাসেন?
ইমাম আলী(আ.) কে ইমাম জাফর সাদেক (আ.) বেশি ভালোবাসেন নাকি আপনি বেশি ভালোবাসেন?

একদা একজন শিয়া ইমাম জাফর সাদেক (আ.) কে এসে বললেন:- ইমাম, অমুক ব্যাক্তি সকল জায়গায় প্রকাশ্য লানত দিচ্ছে।
ইমাম বললেন:- দ্রুত তাকে আমার কাছে নিয়ে আসো।
তারপর তাকে ( যে লানত দিচ্ছিলো) ইমাম বললেন- শুনেছি যদি কেউ তোমার সামনে আলী(আ.) কে গালি দেয় এবং তোমার যদি তার তুলনায় ক্ষমতা বেশি থাকে তার সাথে খুবই খারাপ আচরণ কর?
সে ব্যাক্তি বলল- জ্বি, আমি গর্ব করি; আমার পরিবার ও বাচ্চাদেরকেও এইভাবে লালন পালন করেছি( শিখিয়েছি)।
ইমাম বললেন- এই কাজ করো না, খোদার কসম! বারবার আমার সামনে আলী (আ.) কে গালি দেওয়া হয়েছে; এমন অবস্থায় যে আমার মধ্য ও সেই গালি দেওয়া ব্যাক্তির মধ্য একটি পিলার এর ব্যবধান ছিলো; কিন্তু আমি নিজেকে পিলার এর পিছনে লুকিয়ে নিয়েছি ও এমনভাব করেছি যে শুনিনি এবং যখন নামায শেষ হয়েছে, সেই ব্যাক্তির পাশ দিয়ে হেটে এসেছি এবং তাকে সালাম করেছি ও হাত মিলিয়েছি।
সূত্র বিহারুল আনওয়ার,খন্ড-৭৩, পৃ-৪১১

আপনার কিছু শিয়ারা আলী(আ.) এর হক এর প্রতিরক্ষায় , মসজিদের মাঝখানে গিয়ে খোলাফাদেরকে উচ্চস্বরে লানত দিচ্ছে

ইমাম জাফর সাদেক (আ.) কে বলা হল একজন ব্যাক্তি ( আপনার শিয়া) আপনাদের দুশমনদের নাম নিয়ে লানত দিচ্ছে ও তাদের নিয়ে অপমানজনক কথা বলছে।
ইমাম সাদেক (আ.) বললেন এই মানুষটির সমস্যা কি? আল্লাহর লানত তার উপরে! সে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
আল্লাহ কি বলেন নি কোরআনে

সূরা ৬. আল-আন’আম
আয়াত নং ১০৮

وَ لَا تَسُبُّوا الَّذِیۡنَ یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ فَیَسُبُّوا اللّٰہَ عَدۡوًۢا بِغَیۡرِ عِلۡمٍ ؕ کَذٰلِکَ زَیَّنَّا لِکُلِّ اُمَّۃٍ عَمَلَہُمۡ ۪ ثُمَّ اِلٰی رَبِّہِمۡ مَّرۡجِعُہُمۡ فَیُنَبِّئُہُمۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۰۸﴾

অনুবাদঃ
আর তোমরা তাদেরকে গালমন্দ করো না, আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে, ফলে তারা গালমন্দ করবে আল্লাহকে, শত্রুতা পোষণ করে অজ্ঞতাবশত
সূত্র- আল এতেকাদাত ইমামিয়া, শেইখ সাদুক পৃ:- ১০৭

যারা আহলে সুন্নাত এর সম্মানীয় ব্যাক্তিদের গালী অথবা অপমান করে, প্রকাশ্য নাম ধরে লানত দেয়, তাদের বিষয়ে ইমাম জাফর সাদেক (আ.)……..বর্ণনা