যে সম্প্রদায়কে দুর্বল করে রাখা হয়েছিল তাদেরকে আমরা আমাদের কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি এবং বনী ইসরাঈল সম্বন্ধে আপনার রবের শুভ বাণী সত্যে পরিণত হল,🌷 ….যেহেতু তারা ধৈর্য ধরেছিল, আর ফির’আউন ও তার সম্প্রদায়ের শিল্প এবং যেসব প্রাসাদ তারা নির্মাণ করেছিল তা ধ্বংস করেছি। সুরা আরাফ 137 নম্বর আয়াত ।
তারাই, যাদেরকে প্রতিদান হিসেবে দেয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ [১] যেহেতু তারা ছিল ধৈর্যশীল। আর তারা প্রাপ্ত হবে সেখানে অভিবাদন ও সালাম। রা ফুরকান 75 নম্বর আয়াত ।
তাদেরকে দু‘বার প্রতিদান দেয়া হবে [১]; যেহেতু তারা ধৈর্যশীল এবং তারা ভাল দিয়ে মন্দের মুকাবিলা করে [২]। আর আমরা তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সুরা আল কাসাস 54 নম্বর আয়াত ।
আর তাদের সবরের [১] পুরস্কারস্বরূপ তিনি তাদেরকে প্রদান করবেন উদ্যান ও রেশমী বস্ত্ৰ। সুরা আল ইনসান 12 নম্বর আয়াত।
বেহেস্তের প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে আর বেহেশতবাসীদের বলবেনঃ এবং বলবে, ‘তোমরা ধৈর্য্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি (সালাম) শান্তি বর্ষিত হোক ; আর আখেরাতের এ পরিণাম কতই না উত্তম । সুরা আল রা”দ 23 নম্বর আয়াত । পবিত্র কোরআনের প্রায় 25টি স্থানে ধৈর্য্যশীল হওয়ার নির্দেশ দেয়া হয়েছে । আর দুটি স্থানে ধৈর্য্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার কথা বলা হয়েছে । সুরা আল বাকারা 45 ও 153 নম্বর আয়াত ।
অতএব সকলের প্রতি পরামর্শ থাকলো, যে কোনো বিপদে হাল ছাড়বেন না মহান আল্লাহর রব্বুল আলামীনের উপর ভরসা রেখে ধৈর্য্য ধারণ করুন।
মে 28 2024
বেহেশতবাসীদের বেহেশত প্রাপ্তির কারণ
পবিত্র কোরআনে পাঁচটি স্থানে মহান আল্লাহর রব্বুল আলামীন বলেছেনঃ বেহেশতবাসীদের বেহেশত প্রাপ্তির কারণ হলো তাঁরা ছিলেন ধৈর্য্যশীল ।
…. بِمَا صَبَرُوۡا ؕ وَ دَمَّرۡنَا مَا کَانَ یَصۡنَعُ فِرۡعَوۡنُ وَ قَوۡمُہٗ وَ مَا کَانُوۡا یَعۡرِشُوۡنَ ﴿۱۳۷﴾
যে সম্প্রদায়কে দুর্বল করে রাখা হয়েছিল তাদেরকে আমরা আমাদের কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি এবং বনী ইসরাঈল সম্বন্ধে আপনার রবের শুভ বাণী সত্যে পরিণত হল,🌷
….যেহেতু তারা ধৈর্য ধরেছিল, আর ফির’আউন ও তার সম্প্রদায়ের শিল্প এবং যেসব প্রাসাদ তারা নির্মাণ করেছিল তা ধ্বংস করেছি।
সুরা আরাফ 137 নম্বর আয়াত ।
اِنِّیۡ جَزَیۡتُہُمُ الۡیَوۡمَ بِمَا صَبَرُوۡۤا ۙ اَنَّہُمۡ ہُمُ الۡفَآئِزُوۡنَ ﴿۱۱۱﴾
‘নিশ্চয় আমি আজ তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমনভাবে পুরস্কৃত করলাম যে, তারাই হল সফলকাম।’
সুরা আল মুমিনুন 111 নম্বর আয়াত ।
اُولٰٓئِکَ یُجۡزَوۡنَ الۡغُرۡفَۃَ بِمَا صَبَرُوۡا وَ یُلَقَّوۡنَ فِیۡہَا تَحِیَّۃً وَّ سَلٰمًا ﴿ۙ۷۵﴾
তারাই, যাদেরকে প্রতিদান হিসেবে দেয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ [১] যেহেতু তারা ছিল ধৈর্যশীল। আর তারা প্রাপ্ত হবে সেখানে অভিবাদন ও সালাম।
রা ফুরকান 75 নম্বর আয়াত ।
اُولٰٓئِکَ یُؤۡتَوۡنَ اَجۡرَہُمۡ مَّرَّتَیۡنِ بِمَا صَبَرُوۡا وَ یَدۡرَءُوۡنَ بِالۡحَسَنَۃِ السَّیِّئَۃَ وَ مِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ ﴿۵۴﴾
তাদেরকে দু‘বার প্রতিদান দেয়া হবে [১]; যেহেতু তারা ধৈর্যশীল এবং তারা ভাল দিয়ে মন্দের মুকাবিলা করে [২]। আর আমরা তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে।
সুরা আল কাসাস 54 নম্বর আয়াত ।
وَ جَزٰىہُمۡ بِمَا صَبَرُوۡا جَنَّۃً وَّ حَرِیۡرًا ﴿ۙ۱۲﴾
আর তাদের সবরের [১] পুরস্কারস্বরূপ তিনি তাদেরকে প্রদান করবেন উদ্যান ও রেশমী বস্ত্ৰ।
সুরা আল ইনসান 12 নম্বর আয়াত।
বেহেস্তের প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে আর বেহেশতবাসীদের বলবেনঃ এবং বলবে, ‘তোমরা ধৈর্য্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি (সালাম) শান্তি বর্ষিত হোক ; আর আখেরাতের এ পরিণাম কতই না উত্তম ।
সুরা আল রা”দ 23 নম্বর আয়াত ।
পবিত্র কোরআনের প্রায় 25টি স্থানে ধৈর্য্যশীল হওয়ার নির্দেশ দেয়া হয়েছে ।
আর দুটি স্থানে ধৈর্য্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার কথা বলা হয়েছে ।
সুরা আল বাকারা 45 ও 153 নম্বর আয়াত ।
অতএব সকলের প্রতি পরামর্শ থাকলো, যে কোনো বিপদে হাল ছাড়বেন না মহান আল্লাহর রব্বুল আলামীনের উপর ভরসা রেখে ধৈর্য্য ধারণ করুন।
By bn • মুস্তাবসেরগণের তাবলীগ 0