প্রকৃত নিঃস্ব কারা?

প্রকৃত নিঃস্ব কারা?
প্রকৃত নিঃস্ব কারা?

একদিন রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ

هَلْ تَدْرُونَ مَنِ الْمُفْلِسُ

‘তোমরা কি জান, নিঃস্ব কে?

সাহাবিরা বললেনঃ

اَلْمُفْلِسُ فینا یا رَسُولَ اللهِ مَنْ لا دِرْهَمَ لَهُ وَ لا مَتاعَ

 

‘ আমাদের কাছে নিঃস্ব সেই ব্যক্তি যার কাছে কোনো দিনার-দিরহাম এবং কোনো আসবাব-পত্র নেই ।’

তিনি বললেনঃ

اَلْمُفْلِسُ مِنْ اُمَّتِی مَنْ یَأْتِی یَوْمَ الْقِیامَةِ بِصَلاةٍ وَ زَکاةٍ وَ صِیامٍ وَ یَأْتِی قَدْ شَتَمَ هذَا وَ قَذَفَ هذا وَ اَکَلَ مالَ هذا وَ سَفَکَ دَمَ هذا وَ ضَرَبَ هذا، فَیُعْطَی هذا مِنْ حَسَناتِهِ وَ هذا مِنْ حَسَناتِهِ وَ اِنْ فَنِیَتْ حَسَناتُهُ قَبْلَ اَنْ یُقْضَی ما عَلَیْهِ، اُخِذَ مِنْ خَطایاهُمْ فَطُرِحَتْ عَلَیْهِ ثُمَّ طُرِحَ فِی النّارِ

 

‘আমার উম্মতের মধ্যে (প্রকৃত) নিঃস্ব তো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাতের ( মতো অনেক নেকি) নিয়ে উপস্থিত হবে। এ সময় তার অবস্থা এমনও থাকবে যে,
সে দুনিয়াতে কাউকে গাল দিয়েছে।
কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে,
অবৈধ উপায়ে কারো সম্পদ ভোগ করেছে।
কাউকে হত্যা করেছে
এবং কাউকে মেরেছে।
তখন তার সব নেকি এই অত্যাচারিত ব্যক্তিদের দিয়ে দেওয়া হবে।
এরপরও যদি পাওনাদারের হক্ক তার নেক আমল থেকে পূরণ করা না যায়,
তাহলে সে ঋণের পরিবর্তে তাদের পাপের একাংশ তাকে দিয়ে দেওয়া হবে।
এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’

মুহাজ্জাতুল বাইদাহ গ্রন্থ, ৮ম খন্ড, ৩৪১ নম্বর পৃষ্ঠা।

আহ্! আহ্! সে-ই দিন কি লজ্জাজনক পরিস্থিতির স্বীকার হতে হবে! কি অপমান যখন শত্রুকে নিজের পরিশ্রমে অর্জিত নেকি দান করে দিতে হবে ! এর থেকে কলঙ্কিত অবস্থা আর আছে ঘৃণিত ব্যক্তি ও শত্রুর অপকর্মের ভার নিজের ঘাড়ে বহন করতে হবে।
অতএব সাবধান! পার্থিব জীবনের আমিত্ব অহংকার ও দুদিনের লালসায় অন্যের অধিকার বা হক্ক যেন হরণ না করি।
যদি অনাকাঙ্ক্ষিত এমন কোনো কিছু ঘটে থাকে তাহলে দুনিয়ার জীবনে ক্ষমা চেয়ে মিটিয়ে নেন।।
সত্যিকার্থে আমি নিজেও যে সমস্ত হক্কুন নাস (মানুষের অধিকার থেকে) মুক্ত এমনটি নই। তাই আমার অনাকাঙ্ক্ষিত কোন আচরণে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন।