হজযাত্রীদের প্রথম কাফেলা পৌঁছল মদিনায়

হজযাত্রীদের প্রথম কাফেলা পৌঁছল মদিনায়
হজযাত্রীদের প্রথম কাফেলা পৌঁছল মদিনায়
`

চলতি বছর হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম হজ কাফেলা হিসেবে ভারত থেকে যাওয়া হজযাত্রী দলকে বরণ করা হয়েছে। এ সময় তাঁদের ফুল, খেজুর ও জমজম পানি উপহার দেওয়া হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ মে) মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮৩ ভারতীয় হজযাত্রী অবতরণ করেন।

তাঁদের বরণ করেন সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সার্ভিস বিষয়ক মন্ত্রী সালেহ বিন নাসের আল-জাসির এবং হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী আবদেল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত।
হজ বিষয়ক উপমন্ত্রী বলেন, হজ মৌসুমে সৌদি আরবের ছয়টি বিমানবন্দরে সাত হাজার সাত শ ফ্লাইট আসবে। হজযাত্রীদের পরিষেবায় ২৭ হাজারের বেশি বাস থাকবে। এবং হজ মৌসুমে উচ্চগতির আল-হারামাইন ও আল-মাশার ট্রেনে ট্রিপ থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২টায় ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে আসা হজযাত্রীদের একটি দল সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রথম যাত্রা করা হজযাত্রীদের এ দলে ছিল ২৮৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়।

এবার ২০ লাখের বেশি মানুষ হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন।