পবিত্র কোরআনের আয়াত ও পবিত্র ইমামগণের বানী থেকে স্পষ্ট হয়ে যায় যে, প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল গোনাহ হচ্ছে একটি ব্যাধি। তবে এই অসুখের চিকিৎসা আছে এবং মহান আল্লাহ তার অসীম দয়া ও রহমতের মাধ্যমে তা ক্ষমা করে দিতে পারেন।
সুতরাং গোনাহগারকে অবশ্যই এই ধ্বংসাত্মক, বিপদ জনক ও অন্ধকার গুহা থেকে বেরিয়ে আসতে আপ্রাণ চেষ্টা করতে হবে। তাকে বিশ্বাস করতে হবে যে, এই ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং মহান আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহর করুণার প্রতি দৃঢ় বিশ্বাস রেখে এবং ভাল ধারনা নিয়ে তওবা করতে হবে। অত:পর কৃত সকল পাপ মোচনের জন্য, অসুখ থেকে আরোগ্য লাভের জন্য এবং ব্যর্থতাকে সফলতায় পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। কেননা এটা করার শক্তি মহান আল্লাহ তাকে দান করেছেন। এছাড়াও তওবা করা, ক্রন্দন করা, আরোগ্য লাভের জন্য চেষ্টা করা এবং ব্যর্থতাকে সফলতায় পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করা অপরিহার্য ও ওয়াজিব। অনুরূপভাবে হতাশা, অলসতা, অনীহা, নিরাশা এবং আমার সব শেষ হয়ে গেছে এমন কথা বলা হারাম এবং কুফরের সমতুল্য। এ সম্পর্ক পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে:
আগস্ট 22 2023
হতাশা কুফরের সমতুল্য
পবিত্র কোরআনের আয়াত ও পবিত্র ইমামগণের বানী থেকে স্পষ্ট হয়ে যায় যে, প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল গোনাহ হচ্ছে একটি ব্যাধি। তবে এই অসুখের চিকিৎসা আছে এবং মহান আল্লাহ তার অসীম দয়া ও রহমতের মাধ্যমে তা ক্ষমা করে দিতে পারেন।
সুতরাং গোনাহগারকে অবশ্যই এই ধ্বংসাত্মক, বিপদ জনক ও অন্ধকার গুহা থেকে বেরিয়ে আসতে আপ্রাণ চেষ্টা করতে হবে। তাকে বিশ্বাস করতে হবে যে, এই ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং মহান আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহর করুণার প্রতি দৃঢ় বিশ্বাস রেখে এবং ভাল ধারনা নিয়ে তওবা করতে হবে। অত:পর কৃত সকল পাপ মোচনের জন্য, অসুখ থেকে আরোগ্য লাভের জন্য এবং ব্যর্থতাকে সফলতায় পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। কেননা এটা করার শক্তি মহান আল্লাহ তাকে দান করেছেন। এছাড়াও তওবা করা, ক্রন্দন করা, আরোগ্য লাভের জন্য চেষ্টা করা এবং ব্যর্থতাকে সফলতায় পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করা অপরিহার্য ও ওয়াজিব। অনুরূপভাবে হতাশা, অলসতা, অনীহা, নিরাশা এবং আমার সব শেষ হয়ে গেছে এমন কথা বলা হারাম এবং কুফরের সমতুল্য। এ সম্পর্ক পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে:
وَلاَ تَيْأَسُوا مِن رَّوْحِ اللَّهِ إِنَّهُ لاَ يَيْأَسُ مِن رَوْحِ اللَّهِ إِلاَّ الْقَوْمُ الْكَافِرُونَ
হে আমার বৎসগণ! তোমরা যাও
ও তার সহোদরদের অনুসন্ধান কর, আর আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না। কেননা, আল্লাহর করুণা হতে কাফের সম্প্রদায় ব্যতীত কেউ নিরাশ হয় না।
সূরা ই্উসূফ / ৮৭
লেখকঃ আয়াতুল্লাহ হুসাইন আনসারিয়ান
By bn • অন্যান্য, মুস্তাবাসেরিন পত্রিকা 0 • Tags: আয়াত, আয়াতুল্লাহ, আল্লাহ, ইউসুফ, ইমামগণের, কোরআনের, পবিত্র, হতাশা