হাজত বা দো’আ মুস্তাজাব হওয়ার বসন্ত

হাজত বা দো'আ মুস্তাজাব হওয়ার বসন্ত
হাজত বা দো’আ মুস্তাজাব হওয়ার বসন্ত

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

* দু’আ, যিকিরসমূহ,আর সূরাহ তাসির গ্রহণ করার একটি সোনালী মুহূর্ত*
আল্লামাহ্ জাওয়াদ আমলী রা. বলেছেন, এই মাসকে চিল্লাহ কালিমিয়াহ বলা হয়ে থাকে। যার মন্শকামনা এই সময় পূর্ণ করে নাও।
এই বসন্তের সময় হল যুল-কাদ্দার প্রথম তারিখ থেকে ঈদ-উল-আযহা পর্যন্ত 40 দিন (কোন ব্যবধান ছাড়া) দো’আ পূরণের জন্য পদক্ষেপ নেওয়ার সর্বোত্তম সময়। আর এই প্রক্রিয়াটিকে বলা হয় যুল-কা’দার আমল। মহিষিগণদের মতে, এই প্রক্রিয়াটিকে হাজতের বসন্ত বলা হয়। অর্থাৎ, যদি কোন ব্যক্তি এই প্রক্রিয়াটির মাধ্যমে যুল-ক্দদা মাস থেকে শুরু করে একটানা 40 দিন ধরে একটি নির্দিষ্ট আমল বা নামায আদায় করতে থাকে, তবে কর্মের শেষে তার হাজত বা দো’আ পূরণ না করা হয় এটা অসম্ভব। তার খালি হাত থাকবেই। (শুধু আল্লাহর ইচ্ছা)

১লা জুল-কাদাহ থেকে ১০ই জুল-হিজ্জাহ*, এটা সেই ৪০ দিন যে সময় হযরত মুসা আল্লাহর কাছে ইবাদতে মশগুল ছিলেন আল্লাহ নির্দেশে তুর পর্বতে গিয়ে ঠাঁই নিয়ে ছিলেন।

এই প্রক্রিয়ার সেরা কিছু আমল, দোয়া এবং সূরা নিম্নরূপ:

(আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি বা একাধিক বেছে নিতে পারেন)

১. 40 দিন ধরে প্রতিদিন একবার সূরা ফজর পাঠ করা।
২. 40 দিন ধরে প্রতিদিন একবার সূরা মুমিনুন তেলাওয়াত করুন (গৃহস্থ হওয়ার জন্য)
৩. ইমাম জামান (আ.)-এর জন্য প্রতিদিন 40 দিন 100 সালাওয়াত এবং শহীদদের জন্য 100 দোয়া।
৪. ৪০ দিন প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ لااله الاالله জিকির করুন।
৫. ৪০ দিন ধরে প্রতিদিন ৩৫০ সালাওয়াত
পাঠ করা।
৬. 40 দিন প্রতিদিন 303 বার ইয়া বাসির। یا بصیر পাঠ করুন।
৭. ৪০ দিন ধরে প্রতিদিন একবার জিয়ারাত আশুরা পড়া।
৮. 40 দিন ধরে প্রতিদিন একবার দু’আ তাওয়াসুল পাঠ করা।
৯. হাদিস কিসা প্রতিদিন একবার করে ৪০ দিন।
১০. 40 দিন প্রতিদিন একবার দুআ’ই আল-ইয়াসিন পাঠ করা।
১১. 40 দিন প্রতিদিন একবার দো’আ আহাদ পাঠ করা।
১২. 40 দিন প্রতিদিন এক বার করে সূরা ইয়াসিন পাঠ করা।
১৩. 40 দিন ধরে প্রতিদিন 100 বার এই আয়াতটি পাঠ করুন:
رب ادخلنی مدخلأ صدق و اخرجنی مخرج صدق و جعلنی من لندک سلطانأ نصیرأ

অনেক লোক অসুবিধায় পড়ে, তাদের এই প্রক্রিয়া সম্পর্কে অবহিত করুন এবং নিজেকে তাদের প্রার্থনার অংশ করুন।

আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক।