তাহাজ্জুদ নামাজ ও রাত জেগে ইবাদত করার তাগিদ…

তাহাজ্জুদ নামাজ ও রাত জেগে ইবাদত করার তাগিদ...
তাহাজ্জুদ নামাজ ও রাত জেগে ইবাদত করার তাগিদ…

আল্লাহতালা পবিত্র কিরআনে এরশাদ করেছেন,

وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا.

রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ কায়েম করুন। এটা আপনার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়- আপনার প্রতিপালক আপনাকে প্রতিষ্ঠিত করবেন মাকামে মাহমুদ তথা প্রশংসিত স্থানে!

হযরত আলী (আ.) বলেন,

أسهِرُوا عُيونَكُم و ضَمِّرُوا بُطُونَكُم و خُذُوا مِن أجسادِكُم و تَجُودُوا بها على أنفُسِكُم.

রাতে তোমাদের চোখগুলোকে সজাগ রাখো, তোমরা পেটকে চিকন রাখো, তোমাদের দেহ শরীর থেকে গ্রহন করে তা রুহ নফসের উপরে দান করো।

📚 [গুরারুল হিকাম, হাদীস- ২৪৯৭]

আল্লাহুম্মা ছ’ল্লে আ’লা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ…

নিবেদনায়- আলোর (জ্ঞান) অন্বেষণে… গ্রুপ