পবিত্র রমজান মাসের ১২তম দিনের দোয়া

পবিত্র রমজান মাসের ১২তম দিনের দোয়া
পবিত্র রমজান মাসের ১২তম দিনের দোয়া

আজ পবিত্র রমজান মাসের বারোতম দিন। ইসলাম ধর্মালম্বীদের জন্য এই মাসে সাওম পালন করা বাধ্যতামূলক। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) রমজান মাসে ত্রিশ দিনে ত্রিশটি দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

সৃষ্টিকর্তার অপার মহিমায় প্রোজ্জ্বলিত হতে সাওম ও সালাতের পাশাপাশি অনেকেই বিশেষ আমল করতে চায়। সেজন্য পবিত্র রমজান মাসের এই দোয়া প্রকশ করা হলো।

 

পবিত্র রমজান মাসের ১২তম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:

اَللّـهُمَّ زَیِّنّی فیهِ بِالسِّتْرِ وَالْعَفافِ، وَاسْتُرْنی فیهِ بِلِباسِ الْقُنُوعِ وَالْکَفافِ، وَاحْمِلْنی فیهِ عَلَى الْعَدْلِ وَالاِْنْصافِ، وَآمِنّی فیهِ مِنْ کُلِّ ما اَخافُ، بِعِصْمَتِکَ یا عِصْمَةَ الْخائِفینَ .

উচ্চারণ : ‘আল্লাহুম্মা যাইয়্যিননি ফিহি বিস-সিতরি ওয়াল আফাফি; ওয়াসতুরনি ফিহি বি-লিবাসিল কুনুয়ি ওয়াল কাফাফি; ওয়াহ্‌মিলনি ফিহি আলাল আদ্‌লি ওয়াল ইনসাফি; ওয়া আমিননি ফিহি মিন কুল্লি মা আখাফু; বি-ইসমাতিকা ইয়া ইসমাতাল খায়িফিন।’

অর্থ : হে আল্লাহ ! এদিনে আমাকে আত্মিক পবিত্রতার অলঙ্কারে ভূষিত কর । অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে আবৃত্ত কর । ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত কর । তোমার পবিত্রতার উসিলায় আমাকে ভীতিকর সবকিছু থেকে নিরাপদে রাখ । হে খোদা ভীরুদের রক্ষাকারী ।
আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন।

 

পবিত্র রমজান মাসের ১২তম দিনের দোয়া