না-মাহরামদের দিকে না তাকানোর বিষয়ে একটি শিক্ষানিয় গল্প

না-মাহরামদের দিকে না তাকানোর বিষয়ে একটি শিক্ষানিয় গল্প এক যুবক একজন আলেমকে জিজ্ঞাসা করলেন: আমি যুবক এবং আমি আমার চোখকে না-মাহারামদের থেকে সংযত করতে পারি না … এমতাবস্থায় আমার সমাধান কি?

আলেম তাকে দুধ ভর্তি একটি কলসি দিয়ে বললেন, পাত্রটিকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে এবং তাকে খেয়াল রাখতে, যাতে পাত্র থেকে এক ফোটা দুধ’ও বাইরে না পড়ে। এছাড়াও এক ব্যক্তিকে তার সাথে যেতে বললেন এবং তাকে নির্দেশ দিলেন, যদি পাত্রটি বহন করার সময় পাত্র থেকে দুধ পড়ে, তাহলে তাকে সকলের সম্মূখে যেন লাঠি দিয়ে মারা হয়।

যুবকটি কলসীটি নিরাপদে গন্তব্যে পৌঁছালেন এবং তার থেকে কিছুই বাইরে পড়ল না …

আলেম তাকে জিজ্ঞেস করলেনঃ তুমি তোমার যাওয়ার পথে কয়জন মেয়েকে দেখেছ??

যুবকটি উত্তর দিলঃ এক জনকেও দেখিনি! আমি শুধু এই চিন্তায় ছিলাম যে, পাত্র থেকে যেন এক ফোটাও দুধ না পড়ে, এবং আমাকে লোকের সামনে মার খেতে না হয় ও সকলের সামনে অপমানিত হতে না হয় …

আলেম বললেন, এটাই একজন মু’মিনের গল্প। মু’মিন ব্যক্তি সর্বদা আল্লাহকে নিজের কাজের উপর নজর রাখতে দেখেন…
সে বিচার দিবস এবং তার হিসাব-নিকাশের ভয় পায়, যাতে সেদিন তাকে মানুষের চোখে অপমানিত না হতে হয়।

أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ

সে কি অবগত নয় যে, আল্লাহ প্রত্যক্ষ করেন?
সূরা আল-আলাক (আয়াত 14)