ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইতালির এক নাগরিক

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইতালির এক নাগরিক ইরানের আহওয়াজ শহরের জুমআর নামাযের অস্থায়ী খতিবের দপ্তরে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইতালির এক নাগরিক। এর পূর্বে তিনি ক্যাথোলিক খ্রিষ্টান ছিলেন।

ইরানের আহওয়াজ শহরের জুমআর নামাযের অস্থায়ী খতিবের দপ্তরে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইতালির এক নাগরিক। এর পূর্বে তিনি ক্যাথোলিক খ্রিষ্টান ছিলেন।

ইতালির নাগরিক ‘ভিয়েন চেঞ্জার আব্রুত্‌সে’, ইরানের সর্বোচ্চ নেতা নির্ধারণী পরিষদে খুজিস্তান অঞ্চলের জনগনের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘মুহসেন হায়দারী’র নিকট শাহাদাতাইন (মহান আল্লাহর একত্ববাদের প্রতি সাক্ষ্য এবং মহানবি (স.) এর রেসালতের সাক্ষ্য) পাঠ করার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন।