মুস্তাবসেরিন বিশ্ব কেন্দ্র

মুস্তাবসেরিন বিশ্ব কেন্দ্র
মুস্তাবসেরিন বিশ্ব কেন্দ্র

মুস্তাবসেরিন বিশ্ব কেন্দ্র

ইমাম হাদী (আলাইহিস সালাম) ইন্সটিটিউটের অধিভুক্ত

1. প্রতিষ্ঠানের পরিচিতি:
মুস্তাবসেরিন বিশ্ব কেন্দ্র ২০১৪ হিজরি সালের শরৎকালে আহলে বাইত ( ‘আলাইহিমুস সালাম)এর একনিষ্ঠ অনুসারী ও ভক্তদের সেবা করার লক্ষ্যে কার্যক্রম শুরু করে।
মুস্তাবসেরিন তথা যারা শিয়া মাজহাবে নতুন করে দীক্ষিত হয়েছে তাদেরকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।
মুস্তাবসেরিন তারাই যারা বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি ও ভ্রান্ত আকিদার ধূলিময় ও অন্ধকারময় পরিবেশ অতিক্রম করার পর তাদের অন্তর আহলে বাইত (আ.)-এর আলোয় আলোকিত হয়েছিল এবং তারা তাদের (অর্থাৎ আহলে বাইত (আ.)-এর) প্রকৃত প্রেমিক ও অনুসারীদের অন্তর্ভুক্ত হয়েছে।
আজ, আহলে বাইতের সমৃদ্ধ মাজহাবকে বিশ্বের সামনে তুলে ধরার অন্যতম উপায় হল সম্মানিত মুফাসসিরদের ভাষা থেকে শিয়া মতবাদের সংজ্ঞা।
• ইন্সটিটিউট পন্থা:
* বিশ্বাস ও ইতিহাসের দৃষ্টিকোণ থেকে বিশ্বের কাছে শিয়া মাজহাবের বৈজ্ঞানিক পরিচয়।

* হিজরি সানের প্রথম শতাব্দীর শুরু থেকে 13 শতক পর্যন্ত আরবি ভাষায় (মুস্তাবাসেরিন যেমন জুরারা, জুহাইর বিন কেইন, হুর বিন ইয়াজিদ রিয়াহি ইত্যাদি) মুস্তাবসেরিনদের কেন্দ্র করে বিশ্বকোষের প্রস্তুতি ও সম্পাদনা করা।
* শিয়া ধর্মান্তরিতদের বই এবং প্রবন্ধ প্রকাশ করা এবং তাদের কপিগুলি সারা বিশ্বে ভৌত এবং ইলেকট্রনিক আকারে বিতরণ করা।
* মুস্তাবসের প্রিয়জনদের কিছু বস্তুগত এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করা।
* মন্তব্যকারীদের সাথে সম্পর্কিত লেখা প্রিন্ট ও প্রকাশ করা।
* বিশ্বের বারোটি সক্রিয় ভাষায় শিয়া এবং মুস্তাবসেরিন বিশ্বাস সম্পর্কিত সর্বাধিক সামগ্রী প্রকাশ করার পদ্ধতির সাথে একটি ইন্টারনেট সাইট এবং সামাজিক নেটওয়ার্কগুলিতে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করে ভার্চুয়াল স্পেসে ব্যাপক কার্যকলাপ এবং প্রায় এগারোটি অন্যান্য ভাষায় তারা কাজ শুরু করা।
* মিডিয়ার ক্ষেত্রে ক্রিয়াকলাপ এবং আন্তর্জাতিক মিডিয়ায় উপস্থিত হওয়ার জন্য কিছু মুস্তাবসেরিনকে প্রশিক্ষণ দেওয়া, গুরুত্বপূর্ণ মুস্তাবসেরিনদের সম্পর্কে ফার্সি টেলিভিশন ডকুমেন্টারি তৈরি করা যেমন: মুহাম্মাদ রেজা জাদীদুল ইসলাম, মীর্জা মুহাম্মাদ ত্বাকী ফাখরুল ইসলাম, সুলতান মুহাম্মাদ খোদাবান্দ এবং … , আল-দুয়া গ্লোবাল নেটওয়ার্ক এবং হাদি টিভি নেটওয়ার্ক এবং মুস্তাবাসেরিন ইনস্টিটিউটের ওয়েবসাইটে আরবি ও ফারসি উভয় ভাষায় মুস্তাবাসেরিনের বক্তৃতা প্রকাশ ও বিতরণ। এছাড়াও অন্যান্য ইসলামিক দেশে প্রকাশনার জন্য একটি কমপ্যাক্ট ডিস্কা প্রস্তুত করা।

  • আজ অবধি সম্পাদিত কার্যক্রমের সারাংশ:

ক) বিখ্যাত মুস্তাবাসরিনদের বারোটি রচনা প্রকাশ:

১. জনাব মারওয়ান খালীফাতের রচিত “আত-তাহকীকু ফি রাযিয়াতীল খামিস ওয়ার রাদ্দু ‘আলাল মাদাফী’য়ীন”।

২. জনাব আব্দুল বাক্বী আল-জাজায়েরীর রচিত “তায়াম্মুলাত”।

৩. জনাব মারওয়ান খালীফাতের রচিত “বাহছু ফি আদেল্লাতুল ঘাবিয়া“

৪. জনাব আব্দুল বাক্বী আল-জাজায়েরীর রচিত “হুব্বু আলী (আ.) বাইনাল মিওয়াল ওয়াল আহওয়া“

৫. জনাব সাইয়্যেদ বাসিল খাজরাউল হুসাইনীর রচিত “হাওয়ারাতু ফি মুলফাত শায়িকা“

৬. জনাব সাইয়্যেদ বাসিল খাজরাউল হুসাইনীর রচিত “আল-খাওয়ারেজ বাইনাল আমসি ওয়াল ইউম“

৭. জনাব সালেহ আল-উরদানীর রচিত “খুসুমুল হুসাইন (আ.) “

৮. জনাব মারওয়ান খালীফাতের রচিত “আদ্বায়াত ফি তারিকিল হাক্ব“ (ক্বারায়াতু ফি আহাদিসী আক্বায়িদিয়া)

৯. জনাব আহমাদ যায়িদের রচিত “আল-মাউসু’য়াতুল মুখতাসারিয়াতু মিনাল এ’য়জাযুল আলামী ফিল কুরআনী ওয়াল সুন্নাতীল মুহাম্মাদীয়া”

১০ মুস্তাবসেরিন বিশ্ব কেন্দ্র কর্তৃক সংকলিত “আদ-দালায়েলু ফি মায়রেফাতীল মাসায়েলিল খুলাফিয়া”

১১. জনাব মারওয়ান খালীফাতের রচিত “ ফাদ্বলুল শীয়া ‘আলাল উম্মাতী ফি হেফজীল কুরআন ওয়াল ইনায়িয়া

১২. জনাব ড. আহমাদ রাসিম আল-নাফিস মিসরীর রচিত “আকিদ্বাতুত তাওহীদু ফি মাদরাসাতী আহলুল বায়েত (আ.)”

যেসকল গ্রন্থ প্রিন্টরত অবস্থায় রয়েছে:

১. ফার্সী ভাষায় “মাউসুয়াতে মুস্তাবসেরিন“

২. “ফাহারেসে মুস্তাবসেরিন“ (মুস্তাবাসরিনের কাজের ক্যাটালগ)

৩. জনাব ‘আসামুল ইমাদের রচিত “খাসায়েসু মাজহাবে আহলে বায়েত (আ.)”

৪. জনাব শাইখ ফাজিল আজ-জাজায়েরীর রচিত “শাহীদুল মায়রেফা”

৫. ফার্সি ভাষায় “গোলশানে হিদায়াতে ইয়াফতেগান” (মোস্তাবাসরিনদের জীবনী)

প্রথম প্রকাশিত গ্রন্থঃ

  • জনাব মারওয়ান খালীফাতের রচিত “আত-তাহকীকু ফি রাযিয়াতীল খামিস ওয়ার রাদ্দু ‘আলাল মাদাফী’য়ীন”।

এই বইয়ের লেখকের জীবনী সংক্ষিপ্তভাবে তুলে ধরা হল:

এই বইটি 2015 সালে মোস্তাবাসেরিন সেন্টার থেকে প্রকাশিত হয়েছে; এই বইটির লেখক মারওয়ান খলিফাত, যিনি জর্ডান থেকে এসেছেন। 1992 সালে, তিনি জর্ডানের শাফিঈ ধর্ম থেকে হক শিয়া ধর্মে ধর্মান্তরিত হন এবং 1995 সালে, তিনি জর্ডানের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক শরিয়াতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর, তীব্র চাপের কারণে, তিনি ইরানে হিজরত করেন এবং আজ অবধি (ধর্মীয় বই ও প্রবন্ধ… রচনা সহ) তিনি আহলে বাইত (আঃ)-এর মাযহাবের সেবায় নিয়োজিত রয়েছেন।

এই বইয়ের বিষয়বস্তু:

“আত-তাহকীকু ফি রাযিয়াতীল খামিস ওয়ার রাদ্দু ‘আলাল মাদাফী’য়ীন” গ্রন্থের অর্থ হচ্ছে “বৃহস্পতিবার দুর্যোগের প্রতি একটি মনোভাব এবং রক্ষকদের প্রত্যাখ্যান (নবী করিম (সা.)এর সাথে যারা বেয়াদবী করেছে)” ২০১৫ সালে মুস্তাবাসেরিন সেন্টারে প্রকাশিত, এই বইটি লেখকের পূর্ববর্তী কাজের প্রতিরক্ষা, যা তিনি তার নির্দেশনার গল্পের পরিপ্রেক্ষিতে লিখেছেন।

মারওয়ান খালীফাত “ওয়া রকাবাত আল-সাফিনা” (অর্থ: এবং তারপর আমি  (পরিত্রাণের) জাহাজে চড়েছিলাম) নামে একটি বই রচনা করেন এবং তাতে তিনি কিভাবে আহলে বাইত (আঃ)-এর দ্বীনের প্রতি হেদায়েত ও ঝুঁকে পড়েছিলেন সে সম্পর্কে বিস্তারিত লিখেছেন। তারপর, সাধারণ জনগণের বৃহত্তর ব্যবহারের জন্য, তিনি এই বইটিকে আরও সহজ শৈলীতে সংক্ষিপ্ত করেছেন এবং এটিকে ” নাহু আল-ইসলাম সহীহ” (অর্থাৎ: সঠিক ইসলামের দিকে) নামকরণ করেছেন। একদল গোঁড়া সুন্নী আলেম এই মহামূল্যবান কিতাবের সত্য উদঘাটনের ভয়ে এই একই গ্রন্থ “নাহু আল-ইসলাম সহীহ” নিয়ে আপত্তি জানানোর সিদ্ধান্ত নেন। লেখক বিশ্বাস করেন যে এই সমালোচনাগুলির কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই এবং বিতর্কে পূর্ণ।

এর উপর ভিত্তি করে লেখক তার বইয়ের একটি পর্যালোচনা লিখেছেন এবং এটিকে “আত-তাহকীকু ফি রাযিয়াতীল খামিস ওয়ার রাদ্দু ‘আলাল মাদাফী’য়ীন” নামকরণ করেছেন।

একটি গুরুত্বপূর্ণ বিষয় যা এই বইটিতে আরও আলোচিত হয়েছে তা হল হাদীসে কিরতাসে’র প্রমাণ (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কলম ও দোয়াতের দাবী, তাঁর মহৎ জীবনের শেষ দিকে এবং তাঁর প্রতি দ্বিতীয় খলিফার অবমাননা মুলক উক্তি) আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসাহিত করার চিন্তার সমর্থকদের পক্ষপাতিত্বেরও প্রমাণ।

শীঘ্রই, ইনস্টিটিউট এই বইটি ফার্সি ভাষায় অনুবাদ করার সিদ্ধান্ত নিয়েছে।

দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ:

  • শ্রদ্ধেয় মুস্তাবসের জনাব ডক্টর আব্দুল বাকী আল-জাজায়েরির রচিত “তায়াম্মুলাত” গ্রন্থ।