কোরআন থেকে শিক্ষা

কোরআন থেকে শিক্ষা
কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ : ‘তারা বলল, হে শুআইব! তোমার নামাজ কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষরা যার ইবাদত করত আমাদেরকে তা বর্জন করতে হবে? অথবা আমরা আমাদের ধন-সম্পদ সম্পর্কে যা করি তা-ও? তুমি অবশ্যই সহিষ্ণু, ভালো মানুষ।…অতঃপর যারা সীমা লঙ্ঘন করেছিল, মহানাদ তাদের আঘাত করল; ফলে তারা নিজ নিজ ঘরে নতজানু অবস্থায় পড়ে রইল, যেন তারা সেখানে কখনো বসবাস করেনি। জেনে রেখো! ধ্বংসই ছিল মাদায়েনবাসীর পরিণাম, যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ সম্প্রদায়।’ (সুরা : হুদ, আয়াত : ৮৭-৯৫)

আয়াতগুলোতে সামাজিক সংস্কারে আলেমদের দায়িত্ব বর্ণনা করা হয়েছে।

শিক্ষা ও বিধান

১. আয়াত দ্বারা বোঝা যায়, নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে এবং মানুষকে ঈমানি শক্তিতে বলীয়ান করে।

২. শুআইব (আ.) ঈমানি দাওয়াতের পাশাপাশি লেনেদেনের অসততা পরিহার করতে বলেছেন। সুতরাং মুমিন সামাজিক অন্যায় ও জুলুম উপেক্ষা করবে না।

৩. খিয়ানত ও অসততা সমাজ-সভ্যতায় বিপর্যয় ডেকে আনে। কেননা তা সামাজিক ভারসাম্য নষ্ট করে।

৪. মুদ্রা জাল করা অবিশ্বাসী মাদায়েনবাসীর উত্তরাধিকার। কেননা তারা বিশেষ পদ্ধতিতে স্বর্ণ ও রৌপ্য মুদ্রার ওজন হ্রাস করত।

৫. সামাজিক সংস্কার আলেম সমাজের ধর্মীয় দায়িত্ব।

প্রতিটি যুগের নবী-রাসুল নিজ সমাজের অনাচারের বিরুদ্ধে সরব ছিলেন। (তাফসিরে মুনির : ৬/৪৫৪)