গুনাহের অর্থ

গুনাহের অর্থ
গুনাহের অর্থ

গুনাহ মানে বিপরীত কিছু করা এবং ইসলামে মহান আল্লাহর আদেশের বিরুদ্ধে যায় এমন কোন কাজকে গুনাহ বলে গণ্য করা হয়।

গুনাহ ছোট হলেও, তা বড় বলে গণ্য হয়; কারণ তা আল্লাহর পক্ষ থেকে নির্দেশের অবাধ্যতার মাধ্যমে বান্দারা করতে থাকে।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবুযরকে বলেছেন:

لاتنظر الى صغر الخطیئة و لكن انظر الى من عصیته

ছোট গুনাহের দিকে তাকাও না, বরং কার নাফরমানি করছ তার দিকে তাকাও!