নবী ও রাসূলের প্রয়োজনীয়তা
মানব সৃষ্টির উদ্দেশ্য হল এই যে,স্বাধীন নির্বাচনাধীন কর্মকাণ্ড ও স্বীয় উৎকর্ষের পথ অতিক্রমের মাধ্যমে এমন চূড়ান্ত পূর্ণতা অর্জন করা,যা একমাত্র স্বাধীন নির্বাচনাধীন কর্মকাণ্ডের মাধ্যমেই অর্জিত হয়। অর্থাৎ মানুষকে এ জন্যেই সৃষ্টি করা হয়েছে যে,সে মহান আল্লাহর উপাসনা ও আনুগত্যের মাধ্যমে তার রহমত ও অনুগ্রহভাজন হতে পারবে,যা পরিপূর্ণ মানুষের জন্যে নির্ধারণ করা হয়েছে।
ইসলামী মূল্যবোধ এবং আত্মনিয়ন্ত্রণকে শক্তিশালী করা
পবিত্র কুরআন কিছু বিশ্বাসের প্রস্তাব করে আত্মনিয়ন্ত্রণ ও আত্ম-যত্নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে; অন্যের দোষ ও ভুলের দিকে মনোযোগ না দিয়ে নিজের এবং পরিবারের আচরণের প্রতি মনোযোগ দেওয়া এবং যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়।