পাঁচ চরিত্র সম্পন্ন ব্যক্তি হচ্ছেন আল্লাহ সর্বোত্তম বান্দা

পাঁচ চরিত্র সম্পন্ন ব্যক্তি হচ্ছেন আল্লাহ সর্বোত্তম বান্দা
পাঁচ চরিত্র সম্পন্ন ব্যক্তি হচ্ছেন আল্লাহ সর্বোত্তম বান্দা

ইমাম জাফার আস সাদিক্ব (আ) : সর্বোত্তম বান্দা হচ্ছে ঐ ব্যক্তি যার মাঝে এ পাঁচ চারিত্রিক খাসলত (ও গুণ ) একত্রে সন্নিবেশিত হয় ; যথা:
১.যখন সে ইহসান ( উত্তম কাজ ) করে তখন সে খুশী ও প্রফুল্ল হয় ,
২. যখন সে ( কারো প্রতি ) খারাপ ও মন্দ ধারণা পোষণ ( বা অসদাচরণ ও ভুলবশতঃ মন্দ কাজ ) করে তখন সে ইসতিগফার ( ক্ষমা প্রার্থনা ) করে ,
৩. যখন সে (কিছু ) প্রাপ্ত হয় তখন সে ( দাতার প্রতি ) শুকুরগুযারী ( কৃতজ্ঞতা প্রকাশ) করে ,
৪. যখন সে বালা – মুসীবতে ( বিপদাপদে ) আপতিত হয় তখন সে সবর ( ধৈর্য ধারণ) করে এবং
৫. যখন সে অত্যাচারিত হয় ( তার প্রতি অন্যায় ও অবিচার করা হয় ) তখন সে ( অন্যায়কারীকে ) ক্ষমা করে দেয় ।

إِنَّ خَیْرَ الْعِبَادِ مَنْ یَجْتَمِعُ فِیْهِ خَمْسُ خِصَالٍ : إِذَا أَحْسَنَ اسْتَبْشَرَ  ، وَ إِذَا أَسَاءَ اسْتَغْفَرَ ، وَ إِذَا أُعْطِيَ شَکَرَ ، وَ إِذَا ابْتَلَیٰ صَبَرَ ، وَ إِذَا ظُلِمَ غَفَرَ .

দ্র: বিহারুল আনওয়ার , খ : ৭৮ , পৃ : ২০৬ , হাদীস নং ৬৩ এবং মীযানুল হিকমাহ্ , খ : ৩ , পৃ : ১১৩৫

ইমাম জাফার আস – সাদিক্ব (আ) :
যে কোনো ভাল কাজ ও বিষয়কে ( তা যত সামান্য হোক না কেন ) তুচ্ছতাচ্ছিল্য করো না (ও ছোট ভেবো না ) ; কারণ যেখানে তা তোমাকে আনন্দিত ও খুশী করবে সেখানে  আগামী কাল ( কিয়ামত দিবসে ) তুমি সেটা দেখতে পাবে ।

لَا تُصَغِّرْ شَيْئَاً مِنَ الْخَیْرِ ، فَإِنَّکَ تَرَاهّ غَدَاً حَیْثُ یَسُرُّکَ .

সূত্র : বিহারুল আনওয়ার , খ : ৭১ , পৃ : ১৮২ , হাদীস নং ৩৭ এবং মীযানুল হিকমাহ্ , খ : ৩ , পৃ : ১১৩৭

অনুবাদ : ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান