আযানে আলীর(আঃ) নামে সাক্ষ্য দেয়া

ডঃ তিজানী সামাভীঃ কেন শিয়ারা আযান ও ইক্কামতে সাক্ষ্য দেয় যে, আলী(আঃ) আল্লাহর অলী? আয়াতুল্লাহ বাকের সাদর(রঃ): আমিরুল মু’মিনিন হযরত আলী(আঃ) হচ্ছেন আল্লাহর একজন বান্দা,যাকে আল্লাহ অন্য সকলের মধ্য থেকে নির্বাচিত করেছেন,সম্মান ও মর্যাদা দান করেছেন,যাতে তিনি নবুওয়াতের পর ইমামতের গুরু দায়িত্বকে নিজের ঘাড়ে তুলে নিতে পারেন।