কোরআন এবং বিজ্ঞান

পবিত্র কোরআন একটি ঐশি মহাগ্রন্থ এটা আমরা সবাই জানি। কোরআন এবং বিজ্ঞান এই দুটো কি একে অপরের সাথে সাংঘর্ষিক ? পবিত্র কোরআন এবং বিজ্ঞান এ দুটো মোটেই পরস্পরের সংগে সাংঘর্ষিক নয়। কোরআন যদিও বিজ্ঞান গ্রন্থ নয় কিন্তু বিজ্ঞানের চর্চাকে গভীরভাবে উৎসাহিত করে।