ইমাম মাহদি(আ.)’র বাবার কয়েকটি অলৌকিক ঘটনা

হিজরি আটই রবিউল আউয়াল ইসলামের ইতিহাসের একটি বেদনাবিধুর দিন। হিজরি ২৬০ সালের এইদিনে মানবজাতির সর্বশেষ ত্রাণ-কর্তা হযরত ইমাম মাহদি (আ.)’র পিতা এবং নবী-বংশের অন্যতম নিষ্পাপ ইমাম তথা বিশ্বনবী (সা.)’র পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম হাসান আসকারি (আ.) শহীদ হয়েছিলেন অত্যাচারী আব্বাসীয় শাসকের হাতে মাত্র ২৮ বছর বয়সে।