বাংলা ভাষা সংক্রান্ত; ৩য় পর্ব

পুঁথির বাংলা ( আরবী – ফারসী শব্দের প্রাচুর্য্যপূর্ণ বাংলা) যে তখনকার বঙ্গদেশের আপামর জনসাধারণের কাছে বোধগম্য ছিল এবং সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায় প্রবর্তিত সংস্কৃত শব্দ বাহুল্যের বাংলা যে এ দেশের আপামর জনসাধারণের কাছে বোধগম্য ছিল না তার প্রমাণ হচ্ছে ঐ সময়ের পুঁথি কবি বা শায়ের মোহাম্মদ দানেশের নিম্নোক্ত কবিতা যাতে তিনি কিসসা -ই চাহার দরবেশ