ইস্তাম্বুলের মসজিদে শরীরচর্চার অনুশীলন

মসজিদে প্রতিদিন নামাজ পড়তে আসে মুসল্লিরা। নামাজের পর তাদের অনেকে এখন শরীরচর্চা অনুশীলন করে। প্রতিদিন জোহর ও আসর নামাজের পর ১৫ মিনিট পর্যন্ত এমন অভিনব দৃশ্য দেখা যায় তুরস্কের ইস্তাম্বুল প্রদেশের বাগসিলার জেলায়। এখানকার ১১টি মসজিদে শুরু হওয়া ফিটনেস প্রকল্পে সব বয়সের মুসল্লি অংশ নেয়।