হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর অমিয় বাণী

(১) একনিষ্ঠতার ফল: হযরত ফাতেমা যাহরা (সালামুল্লাহ আলাইহা) বলেছেন: ‘যে ব্যক্তি নিজের ইবাদতকে একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে পেশ করে (এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত করে) মহান আল্লাহ তার জন্য সর্বোত্তম কল্যাণ অবতীর্ণ করেন।’ (তোহাফুল উকুল, পৃ. ৯৬০)