সূরা বাকারাহ;( ১৬ তম পর্ব )

সূরা বাকারাহ’র ৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ “আমি বললাম, তোমরা সবাই (এই জান্নাত থেকে) নীচে নেমে যাও। এরপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন হেদায়েত পৌঁছে,তবে যারা আমার সে হেদায়েত অনুসারে চলবে,তাদের কোন ভয় নেই, তারা চিন্তাগ্রস্ত […]