আবু লাহাবের ধ্বংসের বার্তা নিয়ে কোরআনের সুরা

পবিত্র কোরআনের ১১১ নম্বর সুরা লাহাব। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মোট আয়াত পাঁচটি। প্রথম আয়াতের শব্দ থেকে সুরাটির নাম দেওয়া হয়েছে। মহানবী (সা.)-এর সময়ে মক্কার প্রসিদ্ধ কাফির ছিল আবু লাহাব। সে রাসুল (সা.)-এর ইসলাম প্রচারের কাজে বাধার প্রাচীর তৈরি করেছিল।