মসজিদুন নববীতে প্রতিদিন ৩০ টন সুগন্ধি ব্যবহার

মুসজিদুল হারাম এবং মসজিদুন নববীর পরিচালক ঘোষণা করেছেন, মসজিদুন নববীতে দৈনিক ৩০ টনেরও বেশি সুগন্ধি ব্যবহার করা হয়। সৌদি আরবের পবিত্র মসজিদ-ই-নববী ইসলামের দ্বিতীয় সম্মানিত স্থান। লক্ষাধিক মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন মসজিদটি পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন ১১৫ টন জীবাণুমুক্ত পদার্থ ব্যবহার করা হয়। এরপর তাতে ৩০ হাজার লিটার (৩০ টন) সুগন্ধি ব্যবহার করা হয়।