সূরা বাকারাহ;(৫ম পর্ব)

সূরা বাকারাহ; আয়াত ১১-১৩ সূরা বাকারাহ’র ১১ ও ১২তম আয়াতে বলা হয়েছে- وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ () أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ “তাদেরকে (মুনাফিকদেরকে) যখন বলা হয়-পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো কেবল সংস্কার সাধনকারী।” (২:১১) “জেনে রাখ এরাই অশান্তি সৃষ্টিকারী। কিন্তু […]