সূরা বাকারাহ;( ১৫ তম পর্ব )

সূরা বাকারাহ’র ৩৬তম আয়াতে আল্লাহ পাক বলেছেন, فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ “তখন শয়তান তাদের স্খলিত করার চেষ্টা করল এবং উভয়কে তারা যেখানে ছিল সেখান থেকে বের করে দিল। আমরা বললাম, ‘এখন তোমরা (ভূ-পৃষ্ঠে) অবতরণ কর এ অবস্থায় যে, সেখানে তোমরা […]