নাইজেরিয়ান পুরোহিতের ইসলাম গ্রহণ

নাইজেরিয়ান এক পুরোহিত শাহাদাতাইন পাঠ কারার মধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নাইজেরিয়ার এই পুরোহিত গির্জার কর্মস্থান ছেড়ে মসজিদে খেদমত করছেন। ধর্মান্তরের ব্যাপারে এই নও মুসলিম বলেন: গির্জার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।