যেখানে পিপীলিকার সঙ্গে কথা বলেন সুলাইমান (আ.)

যেখানে পিপীলিকার সঙ্গে কথা বলেন সুলাইমান (আ.)মহান আল্লাহ নবী সুলাইমান (আ.)-কে বিশেষ ক্ষমতা ও রাজত্ব দান করেছিলেন। ফলে তিনি পশুপাখির কথা বুঝতেন এবং তাদের সঙ্গে কথা বলতে পারতেন। পবিত্র কোরআনে সুলাইমান (আ.)-এর সঙ্গে পিঁপড়ার কথোপকথনের বিবরণ এসেছে। কোরআনের ‘নামল’ বা পিঁপড়া নামের সুরায় সেই ঘটনা বর্ণনা করা হয়েছে।