তাওহীদের মর্মবাণী-১ম কিস্তি

মহানবী (সা.) যেদিন মানবতার মুক্তির মহামূল্য বাণী ‘লা ইলাহা ইল্লাল্লাহ্’ ধ্বনি উচ্চারণ করলেন সেদিন তাঁর বিরুদ্ধে সর্বাগ্রে যারা রুখে দাঁড়াল এবং শুরুতেই শত্রুতা চরিতার্থকরণের আদিমতম অস্ত্র তাঁর বিরুদ্ধে প্রয়োগ করল অর্থাৎ তাঁকে উপহাস করল এবং তাঁর বিরুদ্ধে সমালোচনা মুখর হয়ে উঠল,অতঃপর তাওহীদী আন্দোলন যতই বিস্তার লাভ করতে লাগল ততই