হযরত মুহাম্মদ(সাঃ) ও তাঁর আহলে বাইতের প্রতি দূরুদ পড়ার গুরুত্ব

বিসমিল্লাহির রাহমানির রহিম রাহমানির রাহিম اِإنَّ اللهَ وَ مَلائِکَتَهُ یُصَلّونَ عَلَی النّبیَّ یاَ أیُّهَا الَّذینَ آمَنوا صلّوا عَلیهَ و سَلِّمُوا تَسلیماً আল্লাহ এবং তাঁর ফেরেশতারা নবীর উপর দূরুদ প্রেরণ করেন হে মুমিনগণ তোমরাও তাঁর উপর দূরুদ পড় এবং (তার আদেশের প্রতি পরিপূর্ণরূপে অনুগত হও। (সূরা আহযাব-৫৬)