মানুষের ঐশী প্রতিনিধিত্ব-২য় অংশ

খেলাফতের প্রকারভেদ মোটামুটিভাবে খেলাফতকে তিনভাগে ভাগ করা যায় : ১. ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুসমূহের ক্ষেত্রে প্রতিনিধিত্ব (বস্তুজগতের প্রতিনিধিত্ব); ২. বিধানগত বিষয়ে প্রতিনিধিত্ব ও ৩. অতিপ্রাকৃতিক বাস্তব বিষয়ে প্রতিনিধিত্ব (অবস্তুজাগতিক প্রকৃত প্রতিনিধিত্ব)।