কোরআন পাঠে মনোযোগ অপরিহার্য কেন

কোরআন দ্বারা উপকৃত হওয়ার শর্ত হলো মনোযোগসহ পাঠ করা। কোরআন পাঠের সময় মনোযোগ না থাকলে তা মানুষের জন্য ফলপ্রসূ হয় না। অমনোযোগসহ কোরআন পাঠ করা এবং তা শ্রবণ করা পাঠ না করারই নামান্তর। রাসুলুল্লাহ (সা.) যখন কোরআন তিলাওয়াত করতেন তা কাফির-মুশরিকরাও শুনতে পেত, কিন্তু কোরআনের আলো দ্বারা তারা উপকৃত হতে পারেনি।