গাযায় নিরীহ জনগণের ওপর নির্বিচারে নিরবচ্ছিন্ন ভাবে ইসরাইল বোমাবর্ষণ করেছে; ইসলামী গবেষক

ইব্রী ইসরাইলী ঘোষণা করেছ, হামাসের বেশ কিছু যোদ্ধা গতকাল সমুদ্র পথে আস্কালানে ( এশকেলোন ) পৌঁছেছে ইসরাইলী সেনাবাহিনীর অজান্তে ও অগোচরে !! ইসরাইলী সংবাদ মাধ্যম ইয়েদীওত আহারোনোত : ইসরাইলী গিলাফ গাযার ইহুদী বসতি ও শহর সমূহে যে ধ্বংস সাধন হয়েছে তা সবচেয়ে বড় ইসরাইলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত !!