সূরা বাকারাহ; (১৯তম পর্ব)
সূরা বাকারাহ’র ৪৮ নম্বর আয়াতে বলা হয়েছে, وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنْصَرُونَ “আর সেদিনের ভয় কর, যখন কেউ কারও সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোন সুপারিশও কবুল হবে না;কারও কাছ থেকে ক্ষতিপূরণও নেয়া হবে না এবং তারা কোন রকম […]
কোরআন থেকে শিক্ষা
وَلَقَدْ جِئْنَاهُمْ بِكِتَابٍ فَصَّلْنَاهُ عَلَىٰ عِلْمٍ هُدًى وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ ﴿٥٢﴾ (৫২) এবং নিঃসন্দেহে আমরা তাদের জন্য এমন গ্রন্থ এনেছি, যা আমরা জ্ঞানের ভিত্তিতে বিশদভাবে বর্ণনা করেছি এ অবস্থায় যে, তা বিশ্বাসীদের জন্য পথনির্দেশ ও অনুগ্রহস্বরূপ।