সূরা বাকারাহ;(১২তম পর্ব)
সূরা বাকারাহ’র ২৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন- هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ “পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এরপর তিনি আকাশের দিকে মনোযোগ দেন এবং তা সপ্ত আকাশে বিন্যস্ত করেন। তিনি সব বিষয়ে সবিশেষ অবহিত।” […]
আ’ইয়াদ – ই শা’বানীয়াহ্ : শা’বানের ঈদ ও উৎসব সমূহ :
শা’বান মাস খুবই মর্যাদা সম্পন্ন ( শরীফ ) মাস । এ মাস হযরত সাইয়েদুল আন্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর ( সা ) সাথে একান্ত সংশ্লিষ্ট। তিনি ( সা ) বলতেন : শা’বান আমার মাস । শা’বান মাস খুবই মর্যাদা সম্পন্ন ( শরীফ ) মাস । এ মাস হযরত সাইয়েদুল আন্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর ( সা ) সাথে একান্ত […]