নাইজেরিয়ান পুরোহিতের ইসলাম গ্রহণ
নাইজেরিয়ান এক পুরোহিত শাহাদাতাইন পাঠ কারার মধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নাইজেরিয়ার এই পুরোহিত গির্জার কর্মস্থান ছেড়ে মসজিদে খেদমত করছেন। ধর্মান্তরের ব্যাপারে এই নও মুসলিম বলেন: গির্জার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।
ইসলাম ও ঈমানের মধ্যে পার্থক্য কি?
“ইসলাম”-এর একটি আইনী চেহারা রয়েছে, এবং যে কেউ শাহাদাতাইন পড়বে, সে ইসলামের অন্তভূক্ত হবে অর্থাৎ তাকে মুসলমান হিসেবে গন্য করা হবে এবং ইসলামের বিধান তার জন্য প্রযোজ্য, তবে ঈমান একটি আসল এবং অভ্যন্তরীণ জিনিস এবং এর স্থান মানুষের জিহ্বা ও প্রকাশ্যে নয়; বারং ঈমানের স্থান মানুষের অন্তরে।