মেক্সিকোয় ফুটছে ইসলামের ফুল
১৯৯৪ সালে মেক্সিকো সিটিতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৮০ জন। তবে এখন অবস্থা বদলে যাচ্ছে। পিউ রিসার্চের গবেষণায় বলা হয়েছে, ২০১০ সালে মেক্সিকোতে মুসলামানদের সংখ্যা ছিল ১ লাখ ১১ হাজার। ১৩ ফেব্রুয়ারি ডেনভার পোস্টে প্রকাশিত Some Mexican Catholics now find God in Islam অবলম্বনে বিস্তারিত জানাচ্ছেন ফাতিমা ফেরদৌসী;১৯৯৪ সালে মরক্কো থেকে মেক্সিকো সিটিতে এসেছিলেন সৈয়দ […]
সোনালি গম্বুজের সোনালি ইতিহাস
ডোম অব দ্য রকের আরবি নাম ‘কুব্বাত আল সাখরাহ’ বা পাথরের ওপর নির্মিত গম্বুজ। অনিন্দ্যসুন্দর মুসলিম স্থাপত্যটির নির্মাতা উমাইয়া খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ান। ডোম অব দ্য রকে নামাজ আদায়ের সুযোগ থাকলেও মূলত এটি কোনো মসজিদ নয়। এটি আল-আকসা কম্পাউন্ডেই অবস্থিত।