মানুষের ঐশী প্রতিনিধিত্ব-শেষ অংশ
খলিফা বা প্রতিনিধি হল সেই ব্যক্তি যে প্রতিনিধি নিয়োগকারীর স্থলাভিষিক্ত হয়। কখনও প্রতিনিধিত্বের বিষয়টি সময়গত। অর্থাৎ সময়ের দৃষ্টিতে প্রতিনিধিত্ব লাভকারীব্যক্তি প্রতিনিধি নিয়োগকারীর পরে আসে এবং কখনও প্রতিনিধিত্বের বিষয়টি পর্যায় বা মর্যাদাগত। প্রথম ক্ষেত্রে মর্যাদার দিক থেকে প্রতিনিধি নিয়োগকারী প্রতিনিধির ওপর শ্রেষ্ঠত্বের অধিকারী হওয়া অপরিহার্য
মহান আল্লাহই আমাকে ইসলামে দীক্ষিত করেছেন: রুজে বুনগুস
আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। তাই তিনি জানেন কোন কোন বিধান মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর বা উপযোগী এবং কিসে রয়েছে তার অকল্যাণ ও অমঙ্গল। আর যেহেতু ইসলাম মহান আল্লাহর মনোনীত সর্বশেষ ঐশী ধর্ম। তাই সবচেয়ে পরিপূর্ণ ও জীবনের সব দিকের বিধানে সমৃদ্ধ এবং সবচেয়ে ভারসাম্যপূর্ণ এ ধর্মের বিধানগুলোকে সব ক্ষেত্রে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হলে সমাজগুলো […]