কোরআন এবং বিজ্ঞান
পবিত্র কোরআন একটি ঐশি মহাগ্রন্থ এটা আমরা সবাই জানি। কোরআন এবং বিজ্ঞান এই দুটো কি একে অপরের সাথে সাংঘর্ষিক ? পবিত্র কোরআন এবং বিজ্ঞান এ দুটো মোটেই পরস্পরের সংগে সাংঘর্ষিক নয়। কোরআন যদিও বিজ্ঞান গ্রন্থ নয় কিন্তু বিজ্ঞানের চর্চাকে গভীরভাবে উৎসাহিত করে।
যুলকারনাইনের কাহিনী
“আর হে মুহাম্মাদ! লোকেরা তোমার নিকট যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। তাদেরকে বল : ‘আমি তার কিছু অবস্থা তোমাদের শুনাচ্ছি’।” (সূরা আল-আহকাফ : ৮৩)